ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল

সময়: 11:37 am - January 9, 2025 | | পঠিত হয়েছে: 71 বার

ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল

ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “হাসিনার পালানোর পর থেকে আমরা যেন নিজেরাই নিজেদের ওপর পুরোপুরি বিশ্বাস আনতে পারছি না। ঐক্যের জায়গাটা ধরে রাখতে পারছি না। এটি আমাদের দুর্ভাগ্য। এখন ক্ষমতায় টিকে থাকার জন্য যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এটি সুস্থ প্রতিযোগিতা নয়।”আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটি মূলত খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে লেখা। বইটি সম্পাদনা করেছেন প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।মির্জা ফখরুল বলেন, “ক্ষমতা টিকিয়ে রাখতে হলে স্থিতিশীলতা আনতে হবে। আমরা বারবার বলেছি, সংস্কারের উদ্যোগ আমরাই নিয়েছি। জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি ও ১৯ দফা কর্মসূচি আমাদের সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির উদাহরণ।”তিনি আরও বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই সংস্কারের মুখবন্ধ। আমাদের বুদ্ধিজীবীরা এই বিষয়গুলো সামনে আনেন না, কারণ তারা এ দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক অর্জন করতে পারেননি।”রাজনীতিতে বিভক্তি সৃষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “কিছু মানুষ যেন ডেসপারেট হয়ে দেশের মধ্যে বিভক্তি তৈরি করছেন। জনগণকে বিভক্ত করার জন্য নানা বিভাজনমূলক কথা বলছেন। আমি তাঁদের অনুরোধ করব, দয়া করে এ পথে যাবেন না।”তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে বাঁচানোর জন্য ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে সেই সংস্কার হতে হবে নির্বাচিত সংসদ ও সরকারের মাধ্যমে।”খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চিকিৎসার জন্য লন্ডনে গেলেন। পথে পথে লাখো মানুষ তাঁকে বিদায় জানিয়েছেন ভালোবাসা থেকে। আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মান পেয়েছেন, সেটি অনন্য।”তিনি কাতারের আমির ও ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কাতারের আমির বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। ব্রিটিশ সরকারও ভিসা প্রদানের ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা করেছে।”মির্জা ফখরুল দেশবাসীর উদ্দেশে বলেন, “দেশের গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধ থাকুন। বিভাজন সৃষ্টির চেষ্টা রুখে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একসঙ্গে কাজ করুন।”অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর