জনপ্রশাসনের সেবা জনভোগান্তিতে পরিণত হয়েছে : এবি পার্টি ।

সময়: 5:11 am - November 4, 2024 | | পঠিত হয়েছে: 22 বার

জনপ্রশাসনের সেবা জনভোগান্তিতে পরিণত হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর প্রশাসন প্রায় স্থবির হয়ে পড়েছে। পুরো প্রশাসন ব্যবস্থা নাগরিক সেবার পরিবর্তে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়ায় জনগণ তার সঠিক সেবা পাচ্ছে না।ফলে জনপ্রশাসনের সব কার্যক্রম জনভোগান্তিতে পরিণত হয়।

সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সংস্কার নিয়ে পার্টির পক্ষ থেকে মূল বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম। উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর