দেবহাটায় ইউএনও, এসিল্যান্ডের যৌথ অভিযানে অবৈধ নেট পাটা অপসারণ ।
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন খালে নেট পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ ঠেকাতে অভিযান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) শরীফ নেওয়াজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন খালে নেট পাটা বসিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্থ করে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে আসছে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে জনসাধারণের কল্যাণে নেট পাটা অপসরণ অভিযান পরিচালনা করে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়েছে। এছাড়া এ কাজে জড়িতদের আইনের শাস্তি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এ ধরণের কাজ থেকে বিরত থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের কাজের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ, মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন খান, কুলিয়া ইউনিয়ন নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী সাদেক হোসেন, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।