লালমনিরহাটে বিজিবি কর্তৃক ২৯৫ বোতল ফেনসিডিলসহ পিকআপ ভ্যান আটক ।

সময়: 3:45 am - November 2, 2024 | | পঠিত হয়েছে: 21 বার
মিজানুর রহমান মিলন
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তে ২৯৫ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬ টার দিকে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের মালগাড়া এলাকা থেকে ২২৮ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ আটক করা হয়।
বিজিবি সুত্র জানায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ছয়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ লোহাকুচি বিওপির মালগাড়া এলাকা দিয়ে কয়েকজন জন মাদক পাচারকারী পিকআপযোগে মাদক পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিশেষ টহলদল জোড়দার করেন।
এ সময় আন্তর্জাতিক ৯১৮ নং পিলার হতে বাংদেশের প্রায় ৫০০গজ অভ্যন্তরে সন্দেহ ভাজন পিকআপ আটক করলে পিকআপে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে পিকআপ তল্লাশি করে ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তর করা হয়।
১৫ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক মোফাজ্জল হোসেন আকন্দ  আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
Share Now

এই বিভাগের আরও খবর