খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ।

সময়: 4:35 am - October 23, 2024 | | পঠিত হয়েছে: 29 বার

চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেল স্টেশনের ১১ নম্বর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেন দুর্ঘটনার কারণে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। এ জন্য দুটি ট্রেনের কয়েক শ’ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

উথলী রেল স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনছারবাড়ীয়া রেল স্টেশনটি ক্লোজ ডাউন স্টেশন। সেখানে কোনো স্টেশন মাস্টার নেই। রাতে তেলবাহী ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি আনছারবাড়ীয়া রেল স্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে ৮টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে বলেও জানান তিনি।
Share Now

এই বিভাগের আরও খবর