লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশংকা

সময়: 11:21 am - October 7, 2024 | | পঠিত হয়েছে: 88 বার
মিজানুর রহমান মিলন
লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট সদর উপজেলাধীন মহেন্দ্রনগর বাজারে একটি মার্কেটে আগুন লেগে ১১ টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
গতকাল (৬ সেপ্টেম্বর)  রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। দোকানে আগুন লাগে ও মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক ও স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে তবে কোন নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান পরবর্তীতে খবর পেয়ে এসে দেখেন তাদের একমাত্র উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠান গুলো পুড়ে ছাই হয়েছে।
মার্কেট মালিক আব্দুল বারেক বসুনিয়া জানান, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় গিয়েছিল কিন্তু বাজারের উপস্থিত সাধারন মানুষ দেখতে পায় হঠাৎ দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এদিকে ১১জন ব্যবসায়ীদের মধ্যে সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ হয়েছেন কাপড় ব্যবসায়ী আব্দুল কাদের, তার ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লাখ টাকা বলে তিনি জানান , এছাড়াও কীটনাশক ব্যবসায়ী মমিন মিয়ার ২৬ লাখ, কসমেটিক ব্যবসায়ী জহির হোসেনের ১৫ লাখ, টেইলার্স ব্যবসায়ী দুলাল হোসেনের ৭ লাখ, কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলামের ৮ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও মুদি ব্যবসায়ীদের প্রত্যকেই লাখ টাকার উর্ধ্বে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহোযোগিতার আশ্বাস দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক। তিনি জানান, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র নির্দেশে আমি মার্কেট পরিদর্শন করলাম পরবর্তীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, আজ (৭ সেপ্টেম্বর) সকালে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করতে। তালিকা অনুযায়ী ক্ষতির পরিমান বিবেচনা করে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে বলে তিনি জানান।
Share Now

এই বিভাগের আরও খবর