ভালুকায় ৪টি দোকানঘর আগুনে পুড়ে ছাঁই অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি।

সময়: 11:13 am - October 7, 2024 | | পঠিত হয়েছে: 30 বার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪টি দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে দোকান মালিকগণ প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন। উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার (৭অক্টোবর) মধ্যরাতে একটি দোকানঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তদন্তের পরে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। দোকান মালিক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা হালিমসহ আরও তিন দোকানীর দাবী- আগুনে পুড়ে তাদের আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর