প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ ।
ভারত সফরে হারের বৃত্ত থেকে বের হতে পারলো না বাংলাদেশ।প্রথম টি-টোয়েন্টিতেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে একশো পেরোয় বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ২৫ বলে ২৭ রান করেন শান্ত ও ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং নেন ৩টি উইকেট।
১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২৫ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। ৭ বলে ১৬ রান করে আউট হন অভিষেক।
এরপর ক্রিজে আসা অধিনায়ক সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন স্যাঞ্জু স্যামসন। ৪০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ৬৫ ও ৮০ রানে জোড়া উইকেট হারায় ভারত।
সূর্যকুমার ১৪ বলে ১৯ ও স্যামসন ১৯ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর নিতিশ কুমার ও হার্দিক পান্ডিয়া মিলে রানের চাকা সচল রাখেন। তাদের ব্যাটে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ভারত।
নিতিশ ১৫ বলে ১৬ ও হার্দিক ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ও মোস্তাফিজ নেন ১টি করে উইকেট।