যুবলীগ নেতার হামলায় বিএনপির ১১ নেতাকর্মী আহত ।

সময়: 6:06 am - October 26, 2024 | | পঠিত হয়েছে: 19 বার

নাটোরের গুরুদাসপুরে যুবলীগ নেতাকর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বিএনপিকর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে জোর করে ৩০ বস্তা চাল নেন। সরকার পতনের পর রিজভী সেই চালের টাকা দাবি করে আসছিলেন।

এর জেরে বুধবার রিজভীকে মারধর করে আলমগীর। এ ঘটনায় থানায় অভিযোগ করলে ক্ষুব্ধ হয় আলমগীর। পরে শুক্রবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় চালের আড়তে গিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি তদন্ত আবু রায়হান।

 

Share Now

এই বিভাগের আরও খবর