লালমনিরহাটে ইউপি সদস্যদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ ।

সময়: 3:41 am - October 21, 2024 | | পঠিত হয়েছে: 28 বার
মিজানুর রহমান মিলন
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটে সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও নির্বাচিত সাধারণ সদস্যগন তাদের পদ বহাল রাখার দাবীতে
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন করেন এবং পরবর্তীতে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, সদস্য পদ কোনো দলীয় পদ নয়। আমরা সরাসরি জনগনের ভালোবাসা ও ভোট নিয়ে নির্বাচিত হয়েছি।
আমরা জনগনের সবচেয়ে কাছে থেকে প্রতিনিধিত্ব করি। এবং যথেষ্ট জবাবদিহি করতে হয় আমাদের। আমরা সর্বদাই
বিচার নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, বাল্য বিবাহ রোধ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য রক্ষা, পারিবারিক কলহ রোধ, সামাজিক সুরক্ষা খাতের সেবাসমূহসহ সরকার কর্তৃক নির্দেশিত সকল প্রকার সেবা সমূহ প্রদান করে থাকি। শুধুমাত্র আমাদের মাধ্যমেই এই সকল নাগরিক সেবা দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে প্রদান করা সম্ভব হয়।
এমতাবস্থায় হঠাৎ করে যদি চলমান ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করা হয় তাহলে দেশের আপামর জনসাধারণ শুধু নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাপক অন্তরায় সৃষ্টি হবে।
তাই আমরা বর্তমান সরকারের নিকট ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করার সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য মিডিয়ার মাধ্যমে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
এবং ইউনিয়ন পরিষদ বহাল রাখার যৌক্তিকতা সম্পর্কে স্মারকলিপিতে বিস্তারিত উল্লেখ করেছি।
Share Now

এই বিভাগের আরও খবর