আজ লালন সাঁইয়ের প্রয়াণ দিবস ।
লালন সাঁইয়ের ১৩৪তম প্রয়াণ দিবস আজ। ১৮৯০ সালের ১৭ অক্টোবর ফকির লালন সাঁই ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালন স্মরণোত্সবের আয়োজন করেছে আজ। উৎসবের উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। এতে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল। এছাড়া কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে আয়োজন করা হবে লালন স্মরণোত্সব।
লালনের মাজার প্রাঙ্গণ সাধু-ফকির ও ভক্তদের পদচারণায় আজ মুখর হয়ে উঠবে। গানে গানে লালনের জাতপাতহীন, মানবতাবাদী ও অহিংস দর্শনের বাণী উচ্চারিত হবে।
উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক ফকির লালন সাঁই বাউল গানের মাধ্যমে মানবতাবাদী দর্শন প্রচার করেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পর থেকে প্রতি বছর ১ কার্তিক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারখালীর ছেঁউড়িয়ায় তার তিরোধান দিবস পালন করা হয়।