বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার।

সময়: 10:47 am - October 15, 2024 | | পঠিত হয়েছে: 93 বার
মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোল-দৌলতপুর সীমান্তে, পঁচা পানির পুকুর থেকে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
১৫-১০-২০২৪ তারিখ,রোজ:মঙ্গলবার সকালে, দৌলতপুর সীমান্ত এলাকার একটি পুকুর থেকে পরিত্যক্ত ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। বেনাপোল দৌলতপুর সীমান্তে রাশেদ মাস্টারের বাড়ির উত্তর পাশে, পঁচা পানির পুকুরে ফেনসিডিলের চালান মজুত করছে। এমন সংবাদের ভিত্তিতে পুকুরে থেকে ৩টি লাল রঙের প্লাস্টিক বস্তার মধ্যে হতে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মুল্যে ৬ লাখ টাকা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো: রাসেল মিয়া বলেন,  উদ্ধারকৃত ফেনসিডিল এর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Share Now

এই বিভাগের আরও খবর