গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ

সময়: 8:01 am - August 22, 2024 | | পঠিত হয়েছে: 40 বার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত জুলাই ও আগস্টের শুরুতে দেশজুড়ে সংঘটিত নৃশংসতা। সেই সময়ের ঘটনাগুলো তদন্তের বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকা পৌঁছায় জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল। প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে।

জাতিসংঘের প্রতিনিধিটি দল বৃহস্পতিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তারা। দলটির বাংলাদেশে প্রায় এক সপ্তাহ ধরে সফর করার কথা রয়েছে। কয়েকজন উপদেষ্টা ও মানবাধিকার কর্মীদের সঙ্গেও বৈঠক করবে দলটি।

জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, বাংলাদেশি তরুণদের সাহস মানবাধিকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখে জাতিশংঘের মানবাধিকার কমিশনার সত্যি খুবই অভিভূত। আর তাই এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবে জাতিসংঘ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান।

সংশ্লিষ্টরা জানান, বিশেষজ্ঞ এই দলটির প্রতিনিধিরা আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে। তাঁরাই মাঠ পর্যায়ের তদন্তকারীদের জন্য কর্ম পরিকল্পনা ঠিক করবেন। ২৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

এরআগে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ করে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটি প্রতিবেদন দিয়েছে, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৬৫০ জন নিহত হয়েছেন। অভিযোগ করা হয়েছে, ব্যবহার হয়েছে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। এসব অভিযোগের নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত করতেই ঢাকায় এসেছে জাতিসংঘের প্রতিনিধি দল।

Share Now

এই বিভাগের আরও খবর