চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র সহ নিহত তিন

সময়: 4:35 am - August 18, 2024 | | পঠিত হয়েছে: 36 বার

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার শান্তিরহাট হোয়াইটপ্লাস কনভেনশন হলের সামনে চলন্ত সিএনজি অটোরিকশা উল্টে লরির চাপায় বাবা-ছেলে ও সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে  ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনসা পূজা শেষে মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা-ছেলে। এ ঘটনায় সিএনজি চালকও নিহত হয়েছেন।
নিহতরা হলেন, লিটু কুমার ধর (৩০), তার বাবা শ্রীকান্ত ধর (৬৫)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়া গ্রামের বাসিন্দা। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত সিএনজি চালকের নাম আলী আজগর (৩০) একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, চলন্ত সিএনজি অটোরিকশাটি আরেকটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ সড়কে উল্টে একটি চলন্ত লরির নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার যাত্রী লিটু কুমার ধর নিহত হন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটুর পিতা শ্রীকান্ত ধরকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পথচারীরা চালক আলী আজগরকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক আলী আজগর ও লিটুর পিতা শ্রীকান্ত ধরের মৃত্যু হয় বলে স্বজনদের মাধ্যমে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর