বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি লেগে নিহত গোপালগঞ্জের আরাফাত

সময়: 6:37 am - August 11, 2024 | | পঠিত হয়েছে: 27 বার
ববি প্রতিনিধি:নাজমুল ঢালী
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি লেগে নিহত হোন আরাফাত।দরিদ্র পরিবারের একমাত্র ছেলে হারিয়ে দিশেহারা নিহত আরাফাতের স্বজনরা।
গত ৫ আগস্ট সোমবার রাজধানী ঢাকার সাভার আশুলিয়া এলাকায় আন্দোলনের সময় পুলিশের অতর্কিত গুলি চালানোর সময় গুলি লাগে আরাফাতের।
স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে।স্থানীয় সুত্রে জানা যায় গুলি লাগার পর আরাফাত কথা বলতেছিলো কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার আগেই স্তব্ধ হয়ে যায়,দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহত আরাফাতের মা বলেন ”ওইদিন বেলা ১১টার দিকে আরাফাত বাসা থেকে বের হয় আন্দোলনের উদ্দেশ্য,তারপর আর বাসায় আসেনি,আমার ছেলে গুলি লাগার পর ওখানকার মানুষের সাথে একটু কথা বলতে পেরেছিলো,ও নাকি বলেছিলো ভাই আমার পকেটে মোবাইল আছে আমার মা কে ফোন দেন,পরবর্তীতে স্থানীয়রা আমাকে ফোন দিলে আমি দৌড়ে যাই হাসপাতালে।ওখানে গিয়ে আরাফাত  কে আমি শনাক্ত করতে পারি”।
নিহত আরাফাত সাভার আশুলিয়ার BUDC স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বনগ্রাম গ্রামের স্বপন মুন্সির ছেলে আরাফাত।দরিদ্র পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তার পরিবারের খোজ খবর নিতে যায়।তাদের কাছে আরাফাতের পরিবার তাদের অবস্থান তুলে ধরছে।প্রতিকূল এলাকা বিধায় সাহায্য সহোগিতার কোন আশ্বাস তারা পায়নি।তাই দেশ বাসির কাছে অনুরোধ করছে তার ছেলের জন্য দোয়া ও বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য।
Share Now

এই বিভাগের আরও খবর