কুষ্টিয়ার দৌলতপুরে তেলের গোডাউনে আগুন ।

সময়: 9:11 am - October 31, 2024 | | পঠিত হয়েছে: 21 বার

কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকায় জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল বিক্রির গোডাউনটিতে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রল, মোবিল ও কেরোসিন বিক্রি করা হতো। বুধবার রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও তিন ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গোটা দোকানটি পুড়ে গেছে। এ ঘটনায় দোকানের কর্মচারী হোসেন আলী ও তেলের গাড়ির হেলপার মিলন অগ্নিদগ্ধ হলে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাসিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় আমি দোকানে ছিলাম। বুধবার রাত সাড়ে ১০টার দিকে একটি তেলের গাড়ি থেকে দোকানে তেল আনলোড করা হচ্ছিল। দোকানের ভেতরে হঠাৎ আগুন লেগে যায়। দোকানে থাকা আগুন নির্বাপক গ্যাস দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর