মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ট্রাক্ট চালক কে দশ হাজার টাকা জরিমানা ।

সময়: 12:14 pm - October 23, 2024 | | পঠিত হয়েছে: 27 বার

মোঃজুমান আলী
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার মুরাদনগর টু কোম্পানিগঞ্জ সড়কে দিনের বেলায় বালুভর্তি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর দায়ে পথচারী ও যান চলাচলের বিঘ্ন ঘটার কারনে ড্রাইভার মজিবুর  রহমান (৩০)ও সোহাগ (২৮) কে পৃথক-পৃথক ভাবে ৫ হাজার হাজার টাকা করে দুই জনেরই বৈধ কাগজপত্র না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ শে অক্টোবর) দুপুরে  উপজেলার সদরে মুরাদনগর বাজার আল্লাহ্ চত্বর এলাকায়  ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাকিব হাছান খাঁন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাকিব হাসান খান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনের বেলায় লাইসেন্সবিহীন ট্রাক্টর ড্রাইভাররা বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও বৈধ কাগজপত্র না থাকার  অপরাধে দুই ট্রাকের ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের এ রকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় বালু ব্যবহৃত ২টি ট্রাক্টর জব্দ করে এবং পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর