আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশীকে ক্ষমা

সময়: 7:27 am - September 3, 2024 | | পঠিত হয়েছে: 47 বার

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার যে ৫৭ জন বাংলাদেশীকে দেশটির ফেডারেল আদালত দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল, তাদের সকলকে ক্ষমা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ইউএই প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে ক্ষমা করেছেন।

ওই বাংলাদেশীদেরকে শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।

আজ একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর