আফগানিস্তানের কাছে বড় হার বাংলাদেশের ।

সময়: 6:06 am - November 7, 2024 | | পঠিত হয়েছে: 26 বার

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৯২ রানে হেরেছে টাইগাররা। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।

বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। তবে হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ফিফটিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।

নবি ৭৯ বলে ৮৪ ও  হাশমতউল্লাহ ৯২ বলে ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৪টি করে উইকেট।

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য।

৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ৪৫ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত।

তবে দলীয় ১২০ রানে ৬৮ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তার বিদায়ের পরই ধস নামে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ২৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজ ২৮,মাহমুদউল্লাহ রিয়াদ ২, মুশফিকুর রহিম ১, রিশাদ হোসেন ১, তাওহিদ হৃদয় ১১ শরিফুল ১ ও রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদ সাজঘরে ফিরে যান। এতেই ৩৪ অভার ৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে গজানফর নেন ৬টি উইকেট।

Share Now

এই বিভাগের আরও খবর