বার্নাব্যুতে এসি মিলানের কাছে হারল রিয়াল ।

সময়: 5:52 am - November 6, 2024 | | পঠিত হয়েছে: 34 বার

সান্তিয়াগো বার্নাব্যুয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে এসি মিলান। আসরের প্রথম দুই ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতল চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই এমবাপ্পের দুটি সহজ সুযোগ মিসের পর ১২ মিনিটের মাথায় মাদ্রিদকে স্তব্ধ করে এগিয়ে যায় মিলান। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়ান মালিক থিয়াও। পরের মিনিটে পরপর দুটি সুযোগ নষ্ট করে রিয়ালকে সমতায় ফেরাতে ব্যর্থ হন এমবাপ্পে ও ভিনিসিয়ুস। তবে ২৩তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরায় ভিনিসিয়ুস।

জুড বেলিংহামের বক্সে বাড়ানো পাস ধরে এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন ভিনিসিয়ুস, তাকে স্লাইড করে ফেলে দেন মিলান ডিফেন্ডার এমারসন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করেন সমতায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩৮ মিনিটে মাদ্রিদকে ফের হতাশায় ভাসিয়ে এগিয়ে যায় মিলান।

চুয়োমেনির ভুল পাস ধরে আক্রমণে উঠে মিলান। সতীর্থের পাস বক্সে পেয়ে শট নেন রাফায়েল লিয়াও। তার শট আন্দ্রে লুনিন ঝাঁপিয়ে ঠেকালেও বল বিপদমুক্ত করতে পারেননি, ফাঁকায় বল পেয়ে জালে পাঠান রিয়ালের সাবেক স্ট্রাইকার মোরাতা। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় রিয়ালকে।

বিরতির পর চুয়োমেনি ও ফেদে ভালভার্দের জায়গায় আসেন ব্রাহিম দিয়াজ ও এদুয়ার্দো কামাভিঙ্গা।

দুই পরিবর্তন নিয়ে শুরু থেকেই আক্রমন বাড়ায় রিয়াল। কিন্তু প্রতি–আক্রমণে রিয়ালকে ব্যস্ত রাখে মিলান। ৭৩তম মিনিটে পেয়েও যায় গোলের দেখা। লিয়াওয়ের পাস থেকে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স। ৩–১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ৮১তম মিনিটে আন্টোনিও রুডিগারের গোল বাতিল হয় অফ সাইডের কারণে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির দলকে।

চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে মিলান।

Share Now

এই বিভাগের আরও খবর