অধিনায়ক কামিন্সের ব্যাটে পাকিস্তানের হতাশার হার ।

সময়: 5:51 am - November 5, 2024 | | পঠিত হয়েছে: 32 বার

টার্গেটে মাত্র ২০৪ রানের। ওয়ানডে ক্রিকেটে যা মামুলি লক্ষ্য। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে হারতে বসেছিল অস্ট্রেলিয়া। তবে ত্রাতা হয়ে আসেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার ব্যাটে ভর করে ২ উইকেটের জয় পায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজিরা।

সোমবার (৪ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতেই অজি বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে সফরকারীরা। ৪৬ ওভার ৪ বলে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের পক্ষে মোহাম্মদ রিজওয়ান করেন সর্বোচ্চ ৭১ বলে ৪৪ রান করেন। এছাড়া নাসিম শাহ ৩৯ বলে ৪০ ও বাবর আজম করেন ৪৪ বলে ৩৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ৩টি উইকেট।

২০৪ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় অজিরা। ম্যাথুউ শর্ট ৪ বলে ১ ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক ১৪ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর জস ইংলিশকে সঙ্গে শুরুর ধাক্কা সামাল দেন স্টিভেন স্মিথ। ৮৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তাদের ব্যাটে জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া। এরপরই ধস নামে অজি ব্যাটিং লাইনে। হারিস রউফের বোলিং তোপে ম্যাচে ফেরে পাকিস্তান।

তবে একপ্রান্তে দাঁড়িয়ে যান কামিন্স। শেন অ্যাবোর্ট ও স্টার্ককে সঙ্গে নিয়ে ৯৯ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন এই অজি অধিনায়ক। ৩১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন কামিন্স। পাকিস্তানের পক্ষে হ্যারিস রউফ নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

 

Share Now

এই বিভাগের আরও খবর