বেপরোয়া বাসের ধাক্কায় নিহত ববি শিক্ষার্থী ।

সময়: 9:20 am - November 3, 2024 | | পঠিত হয়েছে: 22 বার

ববি প্রতিনিধি,

বেপরোয়া বাস(নারায়ণগঞ্জ ট্রাভেলস) ধাক্কায় নিহত হোন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম।

বুধবার রাত ৮টা ৪০মিনিটে কুয়াকাটা বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রাস্তার মোড়ে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী রিপন আহমেদ জানায় মাইশা রাস্তা পার হচ্ছিলো ঠিক তখনই তিব্র গতিতে বেপরোয়া ভাবে নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের এক বাস ধাক্কা দেয়।পরে মাইশাকে তাৎক্ষনিক শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মাইশাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাস আটক করে তা পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।পুনরায় এরকম ঘটনা যেনো না ঘটে সেজন্য শিক্ষার্থীরা ৭দফা দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি জানায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.শুচিতা শারমিন পুলিশ প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে উক্ত ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানায়। তিনি ঘাতক চালক গ্রেফতার ও রাস্তার সঠিক ব্যবস্থাপনার জন্য তাগিদ দেন।তিনি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস,পরিক্ষা প্রোগ্রাম বাতিল করে এবং শোক ঘোষণা করে।  বরিশাল পুলিশ কমিশনার শফিকুল  ইসলাম জানান বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী থেকে ঘাতক বাস চালককে গ্রেফতার করা হয় এবং তাকে কোর্টে চালান করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের সাথে বৃহস্পতিবার রাতে বরিশাল ডিসি অফিসে এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়  উক্ত মিটিংয়ে নিহত মাইশার পরিবারকে বাস মালিক কর্তৃক ১০লক্ষ টাকা,বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫লক্ষ টাকা এবং বিএআরটি কর্তৃক ৫লক্ষ টাকা মোট ২০লক্ষ টাকা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও আন্দোলন করা থেকে বিরত থাকেন এবং তারা জানান অতি শীঘ্রই তাদের দাবি দাওয়া বাস্তবায়ন না হলে তারা আবারো কঠোর আন্দোলনের হুশিয়ার দেন।
বৃহস্পতিবার বেলা সারে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে নিহত মাইশার ১ম জানাজা অনুষ্ঠিত জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ঢাকা আজমপুরে নিজ এলাকায় ২য় জানাজার পর আজীমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর